আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বৃহস্পতিবার, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৫ ইং, ২৬শে রমযান, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বামনায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ “স্মার্ট হবে স্থানীয় সরকার,নিশ্চিত করবে সেবার অধিকার” এই স্লোগান নিয়ে বরগুনার বামনায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন হাওলাদার , বামনা উপজেলার উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, উপজেলা সমাজ সেবা অফিসার, ইউপি সদস্য সহ অন্যানরা।
এ সময় বক্তারা বলেন, দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরও দৃঢ় হবে। সেবাপ্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। জনসচেতনতা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়বে।

ফেসবুকে লাইক দিন