আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ ইং, ৮ই জিলক্বদ, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

চবির ২ সাইক্লিস্টস সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে ভোলায়

ভোলা প্রতিনিধিঃ সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ভোলায় অবস্থান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই সাইক্লিটস। শহরের টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের নিয়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতির দিক তুলে ধরে সচেতনতা সমাবেশ করেন।
দেশের অন্যতম সুন্দর ও পর্যটন জেলা ভোলা। এ বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা। ভোলা থেকে চরফ্যাশন পর্যন্ত তাদের প্রচারণা শেষ করে সোমবার ওই দুই সাইক্লিস্টস মাদারীপুর জেলার উদ্দেশ্যে রওনা হন।
এরা হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্টস ক্লাবের সভাপতি ওই বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মাস্টার্স ক্লাসের ছাত্র মো. রাইসুল ইসলাম এবং ওই সংগঠনের সহ-সভাপতি চবি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র কৌশিক তরফদার। তারা চবি থেকে ৩১ জানুয়ারি তাদের যাত্রা শুরু করেন। সোমবার তারা ভোলা প্রেস ক্লাবে তাদের ভ্রমণের বর্ণনা দেন।
‘আগামী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়ি’ স্লোগান নিয়ে তারা ৬৪ জেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, সংগঠনের উপদেষ্টা বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাখন চন্দ্র রায়, হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান উপস্থিত থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এদিকে ভোলায় অবস্থানকালে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, এনডিসি আবু সাঈদের সঙ্গে মতবিনিময় করেন ওই দুই সাইক্লিস্টস। নিজের জেলা ও শহরকে কিভাবে সুন্দর রাখা যায় এসব বিষয় নিয়েও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারা। ভোলায় ব্যাপক সাড়া পেয়েছেন বলেও জানান তারা। ভোলা একটি সুন্দর ও পর্যটন এলাকা হিসেবে এর প্রচারণা প্রয়োজন বলেও মনে করেন তারা।

ফেসবুকে লাইক দিন