আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধার গম চাষে নজর কেড়েছে তরুণ উদ্যোক্তাদের।

মোঃ মাছুম বিল্লাহ,কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের চাচৈর ব্লকের শস্য বিন্যাস ভিত্তিক মাঠ ফসল প্রদর্শনীর বারি গম ৩৩ চাষ করে কৃষকদের নজর কেড়েছে বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন।
সরে জমিনে গিয়ে দেখা যায় ৯০ শতাংশ জমিতে সবুজের সমারোহে ফলে ভরা গাছ। বাতাসে দুলছে যেন কৃষক ও তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন।
গম চাষী বীর মুক্তিযোদ্ধা শেখ রুল আমিন জানান ঝালকাঠি সদর উপজেলার কৃষি অফিসার আলী আহম্মদের পরামর্শে বারি গম ৩৩ চাষ করেন। এতে অল্প খরচে লাভ বেশি তাছাড়াও দেশের পুষ্টি চাহিদা পূর্ণ করে।
তিনি আরো বলেন এবার ৯০ শতাংশ জমিতে গম চাষ করেছি আগামীতে আর জমিতে গম চাষ করব।
এদিকে ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ জানান শস্যবিন্যাস ভিত্তিক মাঠ ফসল প্রদর্শনীর বারি গম ৩৩ চাচৈর ব্লকের বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন পরামর্শ অনুযায়ী চাষ করেন। গমের ফলন ভালো হওয়ায় তরুণ উদ্যোক্তারাও গম চাষ আগ্রহী হয়েছে।

ফেসবুকে লাইক দিন