আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৫ ইং, ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

নলছিটিতে পরীক্ষা চলাকালীন কেন্দ্রে প্রবেশ করায় একজনকে কারাদণ্ড ও ২ শিক্ষককে অব্যাহতি

মশিউর রহমান রাসেল, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে এসএসসি গণিত পরীক্ষা চলাকালীন কেন্দ্রে প্রবেশ করায় মিজান আকন (২২) নামে এক যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত । রোববার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলা বি.জি ইউনিয়ন একাডেমি কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল ইসলাম এ রায় প্রদান করেন।
এ দিকে বিভিন্ন অভিযোগে ওই কেন্দ্রের দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। বি.জি ইউনিয়ন একাডেমি কেন্দ্রের সচিব মো. ফারুক আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন,বি.জি ইউনিয়ন একাডেমির ধর্মীয় শিক্ষক রিপন চ্যাটার্জি ও কম্পিউটার শিক্ষক রেজাউল করিম। এ নিয়ে ওই কেন্দ্রে মোট ৬ জন শিক্ষককে অব্যাহতি ও ২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন