আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জুলাই, ২০২৫ ইং, ১৭ই মুহাররম, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

নকল এর দায়ে সতেরো পরীক্ষার্থী, এক শিক্ষক বহিষ্কার

হাবিবুর রহমানঃ ভোলার চরফ্যাসন উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় নকল করার অপরাধে ১৭ পরীক্ষার্থী ও ১ জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পরীক্ষা শুরুর পর চরফ্যাসন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জন, দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৯ জন ও আবুবকরপুর আমিনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৭ জন পরীক্ষার্থী ও ১ জন শিক্ষককে বহিষ্কার করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ জানান, বৃহস্পতিবার এসএসসি’র ইংরেজি ২য় পত্র ও দাখিলের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নকলের দায়ে তিনটি কেন্দ্রের মোট ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এছাড়াও আবুবকরপুর আমিনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ১জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন