ভোলায় নারী ই-কমার্স প্রফেশনাল ও নারী ফ্রিল্যান্সার বিভিন্ন ক্যাটাগরিতে ২১০ নারী প্রশিক্ষণার্থীকে ল্যাপটপ প্রদান
ভোলা প্রতিনিধি: নারী ই-কমার্স প্রফেশনাল ও নারী ফ্রিল্যান্সার বিভিন্ন ক্যাটাগরিতে ভোলার তিন উপজেলার ২১০ নারী প্রশিক্ষণার্থীকে ল্যাপটপ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মধ্যে এ ল্যাপটপ বিতরণ করা হয়।
ভোলা সদর উপজেলা পরিষদ অডিটোরামে ‘হার পাওয়ার প্রকল্পের অন্তর্ভুক্ত প্রযুক্তির সহায়তায় ‘নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পে অধীনে প্রশিক্ষণার্থীদের মধ্যে এ ল্যাপটপ বিতরণ করা হয়।
ভোলা জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে এ ল্যাপটপ তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র শীলের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ভোলা সাবেকুন নাহার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রমুখ।
ভোলা উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযাগ প্রযুক্তি অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।