ভোলা কারেক্টরেট স্কুল এন্ড কলেজে মাতৃভাষা দিবস উদযাপন
ভোলার খবর ডেস্কঃ ভোলা কারেক্টরেট স্কুল এন্ড কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। সকালে র্যালি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
র্যাুলি শেষে বিদ্যালয় মিলনায়তনে মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কবিতা আবৃত্তিতে “ক” বিভাগে প্রথম হয় তাসমিয়া হোসেন তিয়াসা (৩েয় শ্রেণি), “গ” বিভাগে প্রথম হয় তাহমিদ হোসেন আরাফ (অষ্টম শ্রেণি), জাইমা ইসলাম (অষ্টম শ্রেণি) চিত্রাংকন প্রতিযোগিতা প্রথম হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহনেওয়াজ চন্দন, তুষার কান্তি, মোঃ হাফিজুল্লাহ, ববিতা রানী, চৈতি রানী, সুর্যমনিসহ সকল শিক্ষক ও কর্মচারী, শিক্ষার্থীও অভিভাবকবৃন্দ।