আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে মহান একুশে ফেব্রুয়ারী উদযাপন

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার একুশের প্রথম প্রহরে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান,বোরহানউদ্দিন থানা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম,বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া।
এরপরেই বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। বুধবার সকাল সাড়ে ৬ টায় বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রভাতফেরি,সকাল ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকতা রায়হান-উজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল। এসময় আরো বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম,বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকতা গোবিন্দ মন্ডল,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা নাজমুল হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন প্রমূখ।
উল্লেখ্য যে ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আত্মত্যাগ করেন ভাষা শহীদরা। দিনটি বাংলাদেশের ইতিহাসে মহান শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।এ ছাড়া ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিলে সারা বিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হচ্ছে দিনটি।

ফেসবুকে লাইক দিন