বামনাবাসী হারালো আরও একজন অবিসংবাদিত নেতাকে
মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনা উপজেলাধীন ০৪ নং ডৌয়াতলা ইউনিয়নের, হোগলপাতি গ্রামের ঐতিহ্য বাহি জোমাদ্দর পরিবারের অন্যতম ব্যাক্তিত্ব” সমাজ সংস্কারক এক মহানায়ক, দক্ষিন বাংলার অবিসংবাদিত নেতা, বামনা উপজেলায় শিক্ষা বিস্তারে তৎকালীন প্রচলিত শিক্ষা সম্প্রসারণে অন্ধকার যুগের অবসানে রাজপথের লড়াকু এক সৈনিক। বরগুনা জেলা ঘোষণা কমিটির আহবায়ক। বামনা সরকারী ডিগ্রী কলেজের একমাত্র প্রতিষ্ঠাতা, বরগুনা হাসেম সূর্য্য আইন কলেজের প্রতিষ্ঠাতা প্রবিন রাজনীতিবিদ ডৌয়াতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা জনাব গোলাম সরোয়ার কামাল, হ্রদরোগে আক্রান্ত হয়ে ঢাকা গ্রীন লাইফ হসপিটালে আজ ১৮ ফেব্রুয়ারী/২৪ ইং তারিখ, রোজ রবিবার, বেলা ১২ টা ৪০ মিনিটের সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন, এ সময় তার বয়স ছিল আনুমানিক ৮৫ বছর। ইন্না-লিল্লাহি অইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তান , সাত ভাই, দুই বোন এবং বহু গুণগ্রাহী রেখে গিয়েছেন। আমরা শোকাভিভূত। তাঁর স্ত্রী মরহুমা সুরাইয়া কামাল মাধুরীও ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
তার মৃত্যুতে বরগুনার বিভিন্ন মহলের গভীর শোক প্রকাশ করছেন। এবং মরহুমের বিদেহি আত্মার প্রতি মাগফিরাত কামনা করছেন। মরহুমে পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরহুমের নামাজে জানাজা আগামিকাল ১৯ ফেব্রুয়ারী, বাদ আছর হোগলপাতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হইবে।