আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বৃহস্পতিবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৯ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

দেশের স্বার্থে অগ্রানী ভুমিকা পালনে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে, আমু

মোঃ মাছুম বিল্লাহ কাঠালিয় প্রতিনিধিঃ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও সাবেক শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি) বলেছেন, সরকারে প্রচেষ্টাকে কাজে লাগিয়ে আগামী দিনে ভবিষ্যৎ তৈরিতে শিক্ষর্থীদের অগ্রানী ভুমিকা পালন করতে হবে। দেশের স্বার্থে শিক্ষার্থীদের সেই ভাবে প্রস্তুত করতে হবে পাশাপাশি লেখাপড়া শিখে দেশ ও জাতিকে এগিয়ে নিতে আগামী দিনে ভবিষ্যৎ তৈরি করার অগ্রানী ভুমিকা পালনে এগিয়ে আসতে হবে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সরকারি কলেজের ১০ তলা নতুন ভবনের উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে অওয়ামী লীগের এ প্রবীণ নেতা এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই ভবনের সৌন্দর্য ও সকারের সকল সুযোগ সুবিদার মধ্যে দিয়ে ক’জন কৃতি ছাত্র-ছাত্রী বের হলো এটাই হলো বড় কথা, শিক্ষার্থীদের কৃতির উপরই নির্বর করবে এই ভবনের সফলতা।
ঝালকাঠি সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রফেসর শুকদেব বাড়ৈ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খান আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনীক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, জেলা শিক্ষা সহকারী প্রকৌশলী মো: খাইরুল ইসলাম, জেলা যুবলীগের আহব্বায়ক ও বারবার নির্বাচিত কাউন্সিলর মো: রেজাউল করিম জাকির, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও শিক্ষক, শিক্ষার্থীরা।

ফেসবুকে লাইক দিন