আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ৩রা রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠিতে চার কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ মাছুম বিল্লাহ, কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠিতে চার কেজি গাঁজাসহ আসিফ হাওলাদার (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।পুলিশ সুপার, ঝালকাঠির নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার চৌকস দল বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ভোর ৫.৫০ টার দিকে পৌরসভার কৃষ্ণকাঠি এলাকার তালুকদার ফিলিং স্টেশন সম্মুখ মহা সড়কের পশ্চিম পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আসিফ হাওলাদার রাজাপুর উপজেলার কানুনিয়া ৩ নং ওয়ার্ড এলাকার জামাল হাওলাদারের ছেলে।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪(চার) কেজি মাদক গাঁজা (মূল্য এক লক্ষ ষাট হাজার টাকা) সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

ফেসবুকে লাইক দিন