বোরহানউদ্দিনে বড়মানিকায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় আন্তঃ প্রাথমিক ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান -২০২৪।
বোরহানউদ্দিন উপজেলার অন্যতম প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, (গফুরগন্জ) খাগকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন ১৩ ই ফেব্রুয়ারী মঙ্গলবার দিন ব্যাপি উৎসব আমেজের মধ্যে দিয়ে আন্তঃ প্রাথমিক ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান -২০২৪ অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের সভাপতি ও খাগকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নাজমুল হোসেন,
সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বশার ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আল ইকরাম সহ উপস্হিত ছিলেন, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে।অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের মোট ১৭ টি স্কুল অংশ গ্রহণ করেন।