আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৫ ইং, ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

নলছিটিতে গাঁজা সেবনের অপরাধে ৩ জনকে কারাদন্ড

মশিউর রহমান রাসেল, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার সরই এলাকা থেকে গাঁজা সেবনের
অভিযোগে তিনজনকে আটক করে তাদের ১ মাসের কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ ফেব্রুয়ারী)বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নলছিটি সহকারী কমিশনার ভুমি সমাপ্তি রায় এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলেন সরই এলাকার
মৃত আজহার গাজির ছেলে কবির হোসেন রনি (৩৫) তাজাম্বর আলী সিকদারের ছেলে মাহফুজ সিকদার (২৯) ও জাকির হাওলাদারের ছেলে আরাফাত ইসলাম নয়ন(১৮)। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে তিনজনকে আটক করা হয়। তাৎক্ষণিক সেখানে আদালত বসিয়ে মাদকসেবিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ভঙ্গের দায়ে কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়। একইসঙ্গে তাঁদের ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। আব্দুল কাদের আরও জানান, আসামিদের ঝালকাঠি জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন