আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

সাংবাদিক স্বপন দাসের মৃত্যুে বামনা প্রেসক্লাবের শোক

মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার প্রথিতযশা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন দাস এর মৃত্যুতে বামনা প্রেসক্লাবের শোক।
শুক্রবার (৮ ফ্রেব্রুয়ারি) রাত সোয়া ৮ টার দিকে বরগুনা পৌরশহরের আমতলার পাড় এলাকার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর সময়ে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
সাংবাদিক স্বপন দাস আশির দশকের দিকে বিভিন্ন পত্রিকায় লেখালেখির মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। সর্বশেষ ভোরের পাতার জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত অবস্থায় বরগুনা প্রেসক্লাবের নিয়মিত সদস্য ছিলেন।
এছাড়াও তিনি বরগুনা জেলার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের একজন নাট্যাভিনেতা ও সাংস্কৃতিক সংগঠক ছিলেন। স্বপন দাস দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে শয্যাশায়ী ছিলেন।
স্বপন দাসের মৃত্যুতে বামনা প্রেসক্লাব, বামনা রিপোর্টর্স ইউনিটি, বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদের বরগুনা জেলা শাখার সাংবাদিক সহ বামনা প্রেসক্লাবের সভাপতি মোঃ নেছার উদ্দিন এর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
বামনার সকল সাংবাদিক নেতারা বলেন, স্বপন দাস ছিলেন জেলার খ্যাতিমান একজন সাংবাদিক। তার কলমে ফুটে উঠেছে জন দুর্ভোগ, দুর্নীতি-অসঙ্গতি, নাগরিক সমস্যা ও সম্ভাবনার নানান চিত্র। তার মৃত্যুতে বামনা সাংবাদিক অঙ্গনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার শান্তি কামনা করছি। বামনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সাগরকূল পত্রিকার সম্পাদক ও যুগান্তরের বামনা প্রতিনিধি মোঃ নেছার উদ্দিন বলেন, আমরা একজন গুণী মানুষকে হারালাম। তার প্রয়াণে আমরা মর্মাহত। সাংবাদিকতায় নতুনদের অনুপ্রেরণা ছিলেন তিনি। আমরা স্বপন দাসের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এদিকে আজ শনিবার সকাল ৯ টায় বরগুনা প্রেসক্লাবের পক্ষ থেকে স্বপন দাসের বিদেহী আত্মার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার ১০ ফেব্রুয়ারী দুপুর ১২:০০ সময় বরগুনা কেন্দ্রীয় শসানে তার অসন্তুষ্টিক্রীয়া সম্পন্ন হয়েছে।

ফেসবুকে লাইক দিন