আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ ইং, ১৭ই রজব, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

মনপুরায় হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মনপুরা প্রতিনিধি ভোলাঃ ভোলার মনপুরায় হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা এই বিদায় সংবর্ধনার আয়োজন করে।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনপুরা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম শাহাজান মিয়া। বিশেষ অতিথি ছিলেন মনেয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ এম. মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) টিপু সুলতান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আ’লীগ সহ-সভাপতি এ. কে. এম শাহাজান মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমার বিশ্বাস- তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করবে। তোমরা অত্যন্ত মানবিক ও নৈতিক শিক্ষা পেয়েছো। তোমাদের শৃঙ্খলা দেখে আমি মুগ্ধ। শিক্ষার্থীদের আলোকিত মানুষ রূপে গড়তে আন্তরিকতার সাথে পাঠদান সহ শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা দেয়ার জন্য প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, হাজীর হাট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল কাসেম, মনপুরা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক সুমন ফরাজীসহ শিক্ষকবৃন্দ।

ফেসবুকে লাইক দিন