এস,এস,সি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা -২০২৪ এর কেন্দ্র কমিটির মিটিং অনুষ্ঠিত
আবি আবদুল্লাহ, বিশেষ প্রতিনিধিঃ আজ সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসক মহোদয়ের হলরুমে এস,এস,সি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা ২০২৪ ইং সালের কেন্দ্র কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন জনাব মোঃ আরিফুজ্জামান সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের অবর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সাবেকুন নাহার মহোদয়। সভাপতির আসন অলংকৃত করেছেন ভোলা সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব সজল কুমার শীল। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সম্মানিত টিএনও মহোদয়। তিনি বলেন, বরাবরের ন্যায় এবার ও বিশেষ করে ২০২৪ সালের এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা সুনামের সহিত সম্পন্ন করতে হবে। পরীক্ষা নেওয়ার ক্ষেএে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা অতিক্রম করে ই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব সাবেকুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান, ও জেলা শিক্ষা অফিসার জনাব দীপক হালদারপ্রমুখ। সভায় ভোলা সদর এর ৬টি কেন্দ্রের হল সুপার নির্বাচন করা হয়। উক্ত সভায় ভোলা জেলার সকল কেন্দ্র সচিবগন এবং ভোলা সদর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপার, অধ্যক্ষগন উপস্থিত ছিলেন।