আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠিতে দুটি কার্গোর মুখোমুখি সংঘর্ষে একটি নিমজ্জিত, অপরটি আটক

মশিউর রহমান রাসেল, ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলার সুয়েজখাল খ্যাত ঝালকাঠির গাবখান নদীতে দুটি কার্গোর মুখোমুখি সংঘর্ষে একটি পানিতে নিমজ্জিত হয়েছে এবং অপরটিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গাবখান নদীর সারেঙ্গল এলাকায় এদুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত এলাকার প্রত্যক্ষদর্শী রেজোয়ান জানান, সন্ধ্যা ৭টার দিকে সারেঙ্গল বাজার সংলগ্ন এলাকায় নদীতে বিকট শব্দ হয়। দৌড়ে তীরে এসে দেখি দুটি জাহাজ সংঘর্ষে আটকে গেছে। একটি থেকে অপরটি আলাদা হচ্ছিলো না। কাউখালীর দিক থেকে আসা খালি কার্গো মারিয়া রহমান-৩ এবং সুগন্ধা নদীর মোহনা থেকে সিমেন্ট বোঝাই নূর-এ মদিনার সংঘর্ষে তলা ফেটে যায়। কিছুক্ষণ সংযুক্ত (আটকা) থাকা অবস্থার পরে সিমেন্ট বোঝাই নূর-এ মদিনা আস্তে আস্তে পানি ঢুকে তলিয়ে যেতে থাকে। ৭০লাখ টাকা মূল্যের সিমেন্ট বোঝাই অবস্থায় সম্পুর্ণ পানিতে নিমজ্জিত হলে আটকা অবস্থা থেকে ছুটে যায় খালি কার্গো মারিয়া রহমান-৩। নদীতে ভাসতে ভাসতে গাবখান ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে নোঙর করে সেটি। খবর পেয়ে সদর থানা পুলিশ খালি কার্গোটিকে আটক করে।
সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, খালি কার্গো মারিয়া রহমানকে আটক করা হয়েছে। ওই কার্গোর লোকজনকেও থানায় বসিয়ে রাখা হয়েছে। নৌ-পুলিশকে খবর দেয়া হয়েছে। সকালে তাদের টিম আসলে পরবর্তি আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন