ব্যাংকেরহাট কো-অপারেটিভ হাই স্কুলে এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান
আবি আবদুল্লাহ (বিশেষ প্রতিনিধি): আজ সকাল ১১ ঘটিকায় ব্যাংকেরহাট কো-অপারেটিভ হাই স্কুল প্রাঙ্গণে ২০২৪ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আবদুল হাই মাষ্টার, ভোলা জজ কোর্টের উকিল জনাব মোঃ আকরাম আলী, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবি আবদুল্লাহ, ব্যাংকেরহাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শাহে আলম। সভায় সকল শিক্ষার্থীদের জন্য কল্যাণ কামনা করে দোয়া হয়।