আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ ইং, ১৯শে রজব, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলায় বাংলাবাজার ফাতেমা খানম কলেজে আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ভোলার খবর ডেস্কঃ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্য নিয়ে ভোলায় বাংলাবাজার ফাতেমা খানম কলেজের শিক্ষার্থীদের নিয়ে কলেজ অডিটোরিয়ামে আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক সেমিনার ও কুইজ অনুষ্ঠিত হয়েছে।
জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সাব্বির মো. খালিদ।
বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী জজ মো. ফজলে রাব্বি, সহকারী জজ হযরত আলী, কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য সফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন- কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ নজরুল ইসলাম, মোঃ কামাল হোসেন, উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল, সহকারী অধ্যাপক আবুল বাসার, এবি এম আব্দুস সাত্তার, মামুনর রশিদ, ধীমান চন্দ্র দেবনাথ, রত্নেশ্বর হাওলাদার, জহুরুল ইসলাম, আজাদ কিবরিয়াসহ সকল শিক্ষক কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রভাষক ধ্রুব হাওলাদার। সেমিনারে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন দেশের দরিদ্র ও নিরক্ষর জনগোষ্ঠীকে আইনগত অধিকার সম্পর্কে সচেতন করা এবং যেসব মানুষ আর্থিক এবং সামাজিক প্রতিবন্ধকতার কারণে আইনী আশ্রয় নিতে পারেন না। তাদের আইন সহায়তা অফিসের মাধ্যমে আইনি অধিকার নিশ্চিত করতে এই সেমিনার এর আয়োজন করা হয়েছে। তিনি বলেন, যাদের বার্ষিক আয় এক লক্ষ টাকার নিম্নে সে সকল
অসহায়দের লীগ্যাল এইড দেওয়ানী এবং ফৌজদারী মীমাংসাযোগ্য সকল মামলার সহায়তা প্রদান করেন। এ ছাড়া অনুষ্ঠান থেকে লিগ্যাল এইডের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানার বিষয়গুলো নিজেদের আশপাশের আইনি সহায়তা পাওয়ার মতো যোগ্য মানুষদের মাঝে পৌঁছে দিতে শিক্ষার্থীদের প্রতি প্রধান অতিথি আহ্বান জানান।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং ভোলা জেলায় লিগ্যাল এইডের কর্মকান্ডের উপর তথ্যচিত্র প্রর্দশন করেন সহকারী জজ মো. ফজলে রাব্বি। অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের নিয়ে লিগ্যাল এইড কর্মসূচীর উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন