দুলার হাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ২৮ তম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ২০২৪ সনের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিতো
মোঃহাবিবুর রহমান (দুলার হাট প্রতিনিধি): চরফ্যাশন উপজেলার দুলার হাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি ২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকছানা বেগম এর সভাপতিত্বে, সহকারি শিক্ষক জাকির হোসেন এর সঞ্চালনায় বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব ফখরুল ইসলাম, চেয়ারম্যান আহাম্মদ পুর ইউপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন মিয়া,আরো উপস্থিত ছিলেন, কামাল হোসেন আহাম্মপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,বিশেষ অথিতি হিসাবে আরো উপস্তিত ছিলেন গোলাম ফারুক, প্রভাষক নীলিমা জ্যাকব ডিগ্রী কলেজ, নুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাওলাদার ও জয়নাল আবেদীন মিয়া ম্যানেজিং কমিটির সদস্য, মনির মেম্বার ম্যানেজিং কমিটির সদস্য এবং আগত মেহোমান বৃন্দ, ইকবাল মাওলানা সহকারী শিক্ষক দুলার হাট মাধ্যমিক বিদ্যালয়, নুরুল হুদা প্রধান শিক্ষক নীলকমল বালিকা মাধ্যমিক বিদ্যালয়,আলম মাস্টার অভিভাবক সদস্য, সাত্তার স্যার অভিভাবক সদস্য, গনি মাস্টার ও বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী -ছাত্রী এবং অভিভাবক বৃন্দ,এ সময় ক্রিয়া বিজয়ী-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিদের বক্তব্য শেষে বিদায়ী – ছাত্রীদের সফলতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।