আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ ইং, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠিতে শুরু হলো পিঠা উৎসব, উদ্ভোদন করলেন জেলা প্রশাসক ফারহাগুল নিঝুম

মশিউর রহমান রাসেল, ঝালকাঠ প্রতিনিধিঃ আধুনিকতার ছোয়ায় চিকেন ফ্রাই, পিৎজা, বার্গার, স্যুপসহ বিভিন্ন ধরনের ফাস্টফুড, জাঙ্কফুডের চাপে হারিয়ে যেতে বসেছে দেশীয় পিঠার স্বাদ। সেই স্বাদ এবং ঐতিহ্য ধরে রাখতে জাতীয়ভাবে আয়োজন করা হয়েছে পিঠা উৎসবের। মাঘের মাঝামাঝি সময়ে যখন খেজুর রসের মনমুগ্ধকর ঘ্রাণে গ্রামের বাড়িতে বাড়িতে পিঠার চাহিদা অনেক। সেই সময় নতুন প্রজন্মকে ফাস্টফুডের চাপ থেকে দেশীয় পিঠার স্বাদ গ্রহণ করতে ও পরিচিত করাতে শিল্পকলা একাডেমী আয়োজন করেছে পিঠা উৎসবের। পায়েস, ফিরনি, চুষি পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা, রসগজা, তাল পিঠা, পাটি সাপটা, রুটি, ঝিনুক পিঠা, লিচু পিঠা, নকশী পিঠা, গোলাপ পিঠা, চাপা সাজের পিঠা, মালপোয়া, ঝালপিঠা, নারিকেল পুলিসহ বাহারি পিঠা, পিঠা সাদৃশ্য পুডিং সাজিয়ে বসেছেন স্টলে স্টলে। কেউ কেউ বাসায় তৈরী করে এনেছেন আবার কেউ কেউ স্টলে বসে তৈরী করে বিক্রি করছেন। পিঠার আকার এবং তৈরী খরচেরর উপর ভিত্তি করে দাম নির্ধারণ করে নির্দিষ্ট দামে বিক্রি করছেন। উদ্যোক্তারা পিঠার পসরা সাজিয়ে বসেছেন প্রতিটা স্টলেই।
ঝালকাঠিতে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে ৩দিন ব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। শিল্পকলা একাডেমী ভবন চত্ত্বরে বুধবার মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম সন্ধ্যায় ৬টায় জাতীয় অনুষ্ঠানের সাথে একত্রে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দেশীয় বিভিন্ন ধরনের বাহারি পিঠায় শিশু-কিশোর, কিশোরী, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষ মাতোয়ারা হয়ে দেশীয় পিঠার স্বাদ গ্রহণ করেন।
স্কুল ছাত্রী (দশম) সাদিয়া জাহান জানায়, আমরা ফাস্টফুড খেতেই অভ্যস্ত। দেশীয় পিঠায় আমরা অনাগ্রহী। আজকে এখানে এসে যত দেশীয় পিঠা দেখলাম তা কোন বই পুস্তকেও পাইনি।
স্কুল শিক্ষক অন্তরা দাস জানান, আমরা বই-পুস্তকে শিক্ষার্থীদের বিভিন্ন পিঠার কথা শিক্ষা দেই। কিন্তু বাস্তবে তা দেখানো সম্ভব হয় না। পিঠা উৎসবের মাধ্যমে দেশীয় পিঠার স্বাদ গ্রহণ ও পরিচিত করানোর সুযোগ পেয়ে খুবই ভালো লাগতেছে।
অভিভাবক মাসুদ রানা জানান, আমাদের ছেলেমেয়েরা দেশীয় পিঠা কি তা তারা জানেই না। তারা রেস্টুরেন্টে গিয়ে বিভিন্ন ফাস্টফুড খায়। পিঠা উৎসবের মাধ্যমে দেশীয়সহ বিভিন্ন ধরনের বাহারি পিঠা তৈরীর কৌশল, পিঠার স্বাদ, নাম জানতে পেরেছে। এধরনের পিঠা উৎসব প্রতিবছর করার আহ্বান জানান তিনি। ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম জানান, শিল্পকলা একাডেমীর উদ্যোগে ৩দিন ব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠিতেও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। দেশে চারশ ধরনের পিঠা রয়েছে। নতুন প্রজন্মকে পিঠার সাথে পরিচিত করাতে এবং দেশীয় পিঠার স্বাদ গ্রহণে অংশগ্রহণকারীদেরও ধন্যবাদ জানান তিনি। এসময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

ফেসবুকে লাইক দিন