নীলিমা জ্যাকব ডিগ্রি কলেজে স্টুডেন্ট পুলিশিং কমিউনিটি সভা অুনষ্ঠিত
গোলাম ফারুক, চরফ্যাসন (ভোলা) বিশেষ প্রতিনিধিঃ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য-বিবাহ, মোবাইল ফোনের অপব্যবহার ও সাইবার ক্রাইমসহ সামাজিক অপরাধ প্রতিরোধে ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানাধীন নীলিমা জ্যাকব ডিগ্রি কলেজে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারী) নীলিমা জ্যাকব ডিগ্রি কলেজ হলরুমে অধ্যক্ষ মনির আহাম্মদ শুভ্র এর সভাপতিত্বে পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রভাষক জিয়া উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ। এছাড়াও আরো বক্তব্য রাখেন, প্রভাষক গোলাম ফারুকসহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন, প্রভাষক শ্যামল চন্দ্র দাস, প্রভাষক ইমাম হোসেন ও প্রভাষক মিজানুর রহমানসহ কলেজের শিক্ষার্থীরা।