ভোলায় উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আবি আবদুল্লাহ (বিশেষ প্রতিনিধি): আজ ভোলা সদর উপজেলার হলরুমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভোলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ মোশারেফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সমন্বিত উপবৃত্তি কর্মসূচি এর সহকারী পরিচালক জনাব মোঃ ফরিদ আহমেদ, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব বেবী নাহিদা, জেলা শিক্ষা অফিসার জনাব দীপক হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ রকিবুল হাসানন প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন শিক্ষা গবেষণা কর্মকর্তা জনাব মোঃ নুরে আলম সিদ্দিকী, ভোলা সদর উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ। সভায় সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন ভোলা সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব সজল চন্দ্র শীল। সভায় ছাএ-ছাএীদের উপবৃওি তথ্য সঠিক ভাবে প্রদানের বিষয়ে নির্দেশনা দেয়া হয়।