আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বৃহস্পতিবার, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৫ ইং, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

শ্রেষ্ঠ ওসি হওয়ায় বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির কে উপজেলা প্রশাসনের ফুলের সংবর্ধনা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ওসি শাহিন ফকির (বিপিএম)কে ফুলের তোড়া উপহার দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ফুলের তোড়া উপহার দেওয়া হয়।
গত রবিবার ২৮শে জানুয়ারী অনুষ্ঠিত ভোলায় পুলিশ লাইন্সে পুলিশের ডিসেম্বর ২০২৩ এর কল্যান সভায় ১০ টি থানার মধ্যে জেলার শ্রেষ্ঠ ওসি হওয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃরায়হান উজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, সহকারী কমিশনার ভুমি মোঃ নাজমুল হাসানসহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বড়মানিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার কর্তৃক ফুলের তোড়া উপহার দেওয়া হয়। এসময় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) এর প্রশংসা করেন তারা। উল্লেখ্য, ভোলা পুলিশ লাইন্সে পুলিশ সুপার মোঃ মহিদুজ্জামান (বিপিএম) এর সভাপতিত্বে সভায় ১০ টি থানার মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় বোরহানউদ্দিন থানার ওসি মোঃ শাহিন ফকির (বিপিএম) জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়।

ফেসবুকে লাইক দিন