আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৪ ইং, ১লা জিলক্বদ, ১৪৪৫ হিজরী

ঝালকাঠিতে সরিষার বাম্পার ফলন, পরিদর্শনে জেলা প্রশাসক

মোঃ মাছুম বিল্লাহ কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠিতে সরিষার বাম্পার ফলনে কৃষকের মূখে হাসি ফুটে উঠেছে। বিস্তীর্ন মাঠ সরিষা ফুলের হলুদের চাদরে ঢাকা পড়েছে। বাতাসে হলুদের দোল খাওয়া দৃশ্য মন-প্রাণ জুড়িয়ে যায়। বিভিন্ন বয়সের মানুষ প্রশান্তি লাভের জন্য আশেপাশের এলাকা থেকে সরিষা ক্ষেত ছুটে যাচ্ছেন। যারফলে সরিষা ক্ষেত জুড়ে দর্শনার্থীদের ভীড় লেগেই থাকছে। সেই সাথে কিশোর-কিশোরী, যুবক-যুবতীরা প্রকৃতির এ মনোমুগ্ধ দৃশ্য ধারন করতে নানা ভঙ্গিমায় ছবি তোলার প্রতিযোগীতায় লিপ্ত হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার বৈদারাপুর গ্রামের ছত্রকান্দা ব্লগে দুলাল হাওলাদারের সরিষার ক্ষেত পরিদর্শন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মেদ। কৃষকদের সাথে কথা বলে জানাগেছে, ঝালকাঠি জেলায় এ বছর সরিষার ফলন ভালো হয়েছে। উঁচু জমিতে আবাদকৃত আমনধান গোলায় তুলে পতিত জমিতে হেমন্তের শেষের দিকে সরিষার বীজ বুনন করে। বাম্পার ফলনের কারনে কৃষক-কৃষাণির মূখে হাসির ঝিলিক দেখা গেছে। আর কিছু দিন পরই তারা এই শষ্য ঘরে তুলবেন।
গাছে গাছে মনমাতানো সরষে ফুল মৃদু হাওয়ায় দুলছে। গাঢ় হলুদ বর্ণের এই ফুলে বিভিন্ন প্রজাতির ছোট পাখির গুঞ্জন ও মধু আহোরনকারী মৌ মাছি মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। দুর থেকে মনে হয় প্রকৃতি প্রেমী কোনোজন সবুজ শ্যামলের মাঠে হলুদের চাদর বিছিয়ে রেখেছে। মাঠের পর মাঠ সরষে ক্ষেত প্রকৃতিতে অন্যমাত্রা এনে দিয়েছে। এই মনোমুগ্ধকর পরিবেশ দেখতে আর সরষে ফুলের ঘ্রাণ নিতে প্রকৃতি প্রেমী লোকজন সরষে ক্ষেতে প্রতিনিয়ত ভীড় করছে।
ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহম্মেদ জানান, এ বছর সদর উপজেলায় ১শ ২৫ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। এরমধ্যে গাবখান ধানসিড়ি ইউনিয়নের ছত্রকান্দা গ্রামে ১৫ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। কৃষি বিভাগের সার্বিক সহায়তায় উপজেলা জুড়ে সরিষার বাম্পার ফলন হয়েছে।

ফেসবুকে লাইক দিন