ভোলায় হোন্ডা চোর আটক
ভোলা প্রতিনিধি, স্টাফ রিপোর্টার।। ভোলা আলতাজের রহমান ডিগ্রী কলেজের সামনে মসজিদ কমপাউন্ড থেকে মেহেদী নামে এক হোন্ডা চোরকে আটক করা হয়েছে ।স্থানীয় দোকানদার রাকিব জানায় ২৬ জানুয়ারি শুক্রবার বিকেলে আসর নামাজ পড়ার উদ্দেশ্যে দোকান আটকানোর সময় দেখতে পান এই মেহেদী স্থানীয় আববাস এর হোন্ডা টির লক তালা খুলে অন্য চাবি দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ।তিনি জিজ্ঞেস করতেই দৌড়ে মহাজন বাড়িতে পলায়ন করে, সেখান থেকে ধাওয়া করে তাকে ধরে আটক করা হয়েছে।তার কাছ থেকে হোন্ডা খুলার সরঞ্জামাদি ও চাবি পাওয়া যায়। স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পৌরসভার ৪ নং ওয়ার্ডের কমিশনার আসাদুজ্জামান জুম্মান এর কাছে নিয়ে যাওয়া হয় ।সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করলে একেক সময় একেক কথা বলছে । একবার বলে বাড়ি ভোলা গাজীপুর রোড ,আবার বলে ঢাকা । বিষয়টি ভোলা থানা কে জানানোর জন্য বলা হয়েছে। উল্লেখ্য ইদানিং ভোলা শহরের বিভিন্ন স্থান থেকে ও শহর থেকে বিভিন্ন ধরনের হুন্ডা চুরি হয়ে যাচ্ছে ।একটি চোর চক্র এই চুরি সংঘটিত করে হোন্ডা, গাড়ি ,অটো গাড়ি, মহেন্দ্র চুরি করে নিয়ে যাচ্ছে। এই বিষয়টি পুলিশ প্রশাসন বিশেষ দৃষ্টি দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।