তজুমদ্দিনে এমপি শাওনের মায়ের রোগ মুক্তি কমনায় দোয়া॥
তজুমদ্দিন প্রতিনিধিঃ ভোলা-৩ আসনের (তজুমদ্দিন-লালমোহন) সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের মায়ের রোগমুক্তি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়েছে। তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের আয়োজনে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কলেজের হলরুমে এ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুুুুগ্ম সাধারণ সম্পাদক ও কলেজর অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পদক ও ইউপি চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরন, কলেজ গর্ভনিং বডির সভাপতি ও জেলা পরিষদ সদস্য ইসতিয়াক হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিক সাদী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম, নয়ন, সম্পাদক সাদির হোসেন রাহীম, কলেজের প্রভাষক ও কর্মচারীবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন তজুমদ্দিন মডেল মসিজিদের ঈমান। উল্লেখ্য, ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের মমতাময়ী মা হোসনেয়ারা চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।