ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মোঃ মাছুম বিল্লাহ, কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
প্রেসক্লাব মিলনায়তনে কম্বল বিতরণ করা হয়। কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেবে শতাধিক শীতার্তদের মাঝে এ কম্বল বিতরন করেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আহম্মদুর রহমান, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ ছরোয়ার হোসেন সিকদার, মোঃ খায়রুল আমিন ছগির, সাধারন সম্পাদক মোঃ শহীদুল আলম, যুগ্ন সাধারন সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ, নির্বাহী সদস্য মোঃ মাছুম বিল্লাহ জুয়েল, জাহিদুল ইসলাম, সদস্য মোঃ মঞ্জুরুল কবির পারভেজ, মোঃ মহসিন খান।