আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ৩রা রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বামনায় (এনসিটিএফ) আসমাতুন্নেসা শাখার নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনা জেলার বামনা উপজেলার ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) আসমাতুন্নেসা শাখার নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ২৩ জানুয়ারি সকাল ১১: ০০ টায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বামনা উপজেলা এনসিটিএফ এর সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ শাফি উদ্দিন এর সঞ্চালনায়,
উপজেলা এনসিটিএফ এর সভাপতি ইনসানা রহমান তাজ্জির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আসমাতুন্নেসা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা জনাবা মাকসুদা বেগম। সভায় বিশেষ অতিথি ছিলেন বামনা উপজেলার সাংবাদিকবৃন্দ ও বামনা উপজেলা ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর সদস্য প্রমূখ।
এ সময় নতুন কমিটি গঠন এবং নতুন বছরের জন্য কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়। এবারে বামনা উপজেলা এনসিটিএফ আসমাতুন্নেসা পাইলট মাদ্যমিক বিদ্যালয় শাখার নবনির্বাচিত কমিটির সভাপতিঃ মারিয়া, সহ সভাপতিঃ তিসা, ফারিয়া, সাধারণ সম্পাদকঃ নাফিসা, যুগ্ন সাধারণ সম্পাদকঃ মোহনা, সওদা, সাংগঠনিক সম্পাদকঃ সুরাইয়া, মাওয়া, শিশু সাংবাদিকঃ কেয়া, মিম, দিপান্বিতা, শিশু গবেষকঃ লামিয়া, নূরতাজ, আফরিন, শিশু সংসদঃ মেঘা, সৌমি, পূজা।
উক্ত নির্বাচন পরিচালনা করেন বামনা উপজেলা ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর শিশু সংসদ মোসা: সাকিরা। কমিউনিটি বেজ্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট ( সিবিডিপি), ২০২০ সাল থেকে প্লান্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বামনা উপজেলাসহ বরগুনা ০৬ (ছয়) টি উপজেলা এবং দূর্যোগ কবলিত নলটোনা ইউনিয়নে এনসিটিএফ সদস্যদের নিয়ে কাজ করে আসছে।

ফেসবুকে লাইক দিন