আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৫ ইং, ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠিতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মোঃ মাছুম বিল্লাহঃ ঝালকাঠির রাজাপুরে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাজমুল হোসেন (২৮) ও মো. রুবেল হাওলাদার (২৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার রাতে উপজেলার পুটিয়াখালী এলাকায় ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী নাজমুল পুটিয়াখালী এলাকার মোঃ সুলতান এর ছেলে এবং রুবেল আদাখোলা এলাকার আলী হোসেন হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
ডিবি ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় মামলা দায়ের করে বৃহস্পতিবার তাদের আদালত প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব‍্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন