আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৫ ইং, ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

নলছিটিতে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি, ২০ বছর পলাতক থাকার পর কামদেবপুরের নজরুল গ্রেফতার

মশিউর রহমান রাসেল, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলাম(৪৫) কে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)-৮। সে ওই এলাকার মোসলেম হাওলাদারের ছেলে।
তার বিরুদ্ধে ২০০৩ সালে তার সাবেক স্ত্রী বরিশাল জেলার কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে বর্তমান স্ত্রী মোসাঃ নাসরিন ও তাকে আসামি করে একটি মামলা দায়ের করেন( মামলা নং-৪৭৭/০৩)। মামলায় আদালত দুজনকেই দোষী সাব্যস্ত করে ১৪ বছর করে সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই মো. নজরুল ইসলাম ও তার বর্তমান স্ত্রী পলাতক থাকলে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- ৮ এর অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম তাকে গতকাল ঢাকার উত্তরা থেকে আটক করে নলছিটি থানায়(বুধবার) হস্তান্তর করেন। মামলার অন্য সাজাপ্রাপ্ত আসামি মোসা: নাসরিন পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানা ওসি(তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি জানিয়েছেন তাকে আগামীকাল( বৃহস্পতিবার) জেল হাজতে প্রেরন করা হবে।

ফেসবুকে লাইক দিন