বামনায় সড়ক দূর্ঘটনায় প্রভাষক নিহত
বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনায় মিজান পরিবহনের একটি বাসের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে সুব্রত হাওলাদার (৩৫) নামে এক প্রভাষক নিহত হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার বামনা-পাথরঘাটা মহাসড়কের চালিতাবুনিয়ার জরিনার বাজার এলাকার সড়কে এ দূর্ঘটনা ঘটে। সুব্রত হাওলাদার বামনা ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক ছিলেন। কলেজ শেষে নিজস্ব মটরসাইকেল যোগে বাড়ী যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। সে মঠবাড়ীয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের হারজী গ্রামের সুরেশ হাওলাদারের ছেলে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, নিহত সুব্রত হাওলাদার কলেজ শেষে নিজস্ব মটর সাইকেল নিয়ে বাড়ী ফিরছিলেন। পথে বামনা-পাথরঘাটা মহাসড়কের চালিতাবুনিয়ার জরিনার বাজার এলাকার পৌছলে বিপরীত দিক থেকে দ্রুত গতির মিজান পরিবহনের একটি বাস এসে মোটর সাইকেলটি চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
বামনা থানা অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে বামনা থানায় মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর-০৭, তারিখঃ ১৬/০১/২৪।