বামনায় গ্রেফতারী পরোয়ানা ০৭ আসামি আটক
মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ “বামনা থানা পুলিশ কর্তৃক গ্রেফতারী পরোয়ানা মূলে ০৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে” অদ্য ইং ১৪-০১-২০২৪ তারিখ বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম এর দিক নির্দেশনায় বামনা থানার অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ দেলোয়ার হোসাইন, এসআই (নিঃ) কাজী মোঃ খলিলুর রহমান, এসআই (নিঃ) দেবাশীষ হাওলাদার, এএসআই (নিঃ)/মোঃ সিদ্দিকুর রহমান, এএসআই(নিঃ)/শহিদুল ইসলাম’গণ সংগীয় ফোর্সসহ অত্র উপজেলায় অভিযান পরিচালনা করে বামনা থানাধীন বিভিন্ন এলাকা হতে আত্মগোপনে থাকা গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০৭ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
ফত্রকৃতরা হলেন, জাকির হোসেন, রাশেদা বেগম, রাজিয়া বেগম, হালিমা বেগম, মনোয়ারা বেগম, সীমা আক্তার, মোসাঃ মানছুরা বেগমদেরকে গ্রেফতার করেন বামনা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানা অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল। আটককৃততের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।