বরগুনায় ছেলের মৃত্যুদেহ দেখে বাবার মৃত্যু
মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার সদর উপজেলার ০১ নং বদরখালি ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের পাতাকাটা গ্রামে ছেলের মরাদেহ দেখে বাবার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তবে শোকও বিরাজমান রয়েছে এলাকায়।
পাতাকাটা গ্রামের বশির হাওলাদার (৪৮) গত দুই দিন পূর্বে হৃদ রোগে আক্রান্ত হলে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল শুক্রবার (১২ জানয়ারী) দিবাগত রাত তিনটার সময় মৃত্যু বরণ করেন বশির।
আজ সকাল সাড়ে আটটার সময় মৃত বশিরের মরদেহ গ্রামের বাড়ি পাতাকাটায় নিয়ে আসলে বাবা আনছার আলী হাওলাদার (৮৫) শোকে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্বজনরা তাকে স্হানীয় চিকিৎসকের নিকট নিয়ে গেলে সেখানে কর্তব্যরক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।