নলছিটির তালতলা বাজারে আল-আরাফাহ্ ইসলামি ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মশিউর রহমান রাসেল, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির জোলার নলছিটি উপজেলার বৃহস্পতিবার ১১ জানুয়ারি বিকাল ৩ টা ৫নং সুবিদপুর ইউনিয়নের আল-আরাফাহ্ ইসলাম ব্যাংক পিএলসি, তালতলা বাজার শাখার, আউটলেট উদ্যোগে ২০ জন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। আল-আরাফাহ্ ইসলাম ব্যাংক পিএলসি ,তালতলা বাজার শাখা সহযোগিতায় প্রত্যেকের হাতে একটি করে কম্বল তুলে দেন।
এ সময় বক্তব্য রাখেন, আল-আরাফাহ্ ইসলাম ব্যাংক পিএলসি তালতলা বাজার শাখার এর আউটলেট ম্যানেজার মোঃ জিয়াউল ইসলাম তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। অসহায় ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এবং আরও বক্তব্য রাখেন, অপারেশন ম্যানেজার মোঃ রাব্বি হাওলাদার আরো উপস্থিত ছিলেন রিলেশনশিপ অফিসার মোঃ লতিফ মোল্লা।