চরফ্যাশনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে
হাবিবুর রহমান, দুলারহাট প্রতিনিধি: ঐতিহ্যবাহী নীলিমা জ্যাকব কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাসে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন,,অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র সহ অন্যান্যরা।
পরে বেলা ১১টায় দিবসটি উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী নীলিমা নিগার সুলতানা জ্যাকব ।
অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্রের সভাপতিত্বে প্রভাষক গোলাম ফারুকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম মিলা, এবং আরো বক্তব্য রাখেন, দুলার হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, মাকসুদুর রহমান মুরাদ। এ সময় উপস্তিত ছিলেন বিভিন্ন বিভাগীয় প্রভাষক ছাত্র-ছাত্রী বৃন্দ।