আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

রাজাপুরে ব্র্যান্ড ব্লক না দিয়ে ঠিকাদারের তৈরী নিন্মমানের ব্লক ব্যবহারের অভিযোগ

মশিউর রহমান রাসেল, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের পুর্ব আঙ্গারিয়া এলাকায় ব্লকের রাস্তা নির্মানে নিন্ম মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ এলাকাবাসীর। ব্র্যান্ড ব্লক ব্যবহার না করে ঠিকাদারের নিজস্ব কারখানায় নিন্মমানের উপাদান দিয়ে তৈরী ব্লক ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। ক্ষোভে প্রতিবাদ কর্মসূচীও পালন করেছে এলাকাবাসী। তাঁদের দাবি সরকার নির্ধারিত ব্র্যান্ড ব্লক ব্যাবহার করে যথানিয়মে রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করার।
এলাকাবাসী জানান, রাজাপুর উপজেলার পূর্ব আঙ্গারিয়া গ্রামের সত্যনগর থেকে ফরিদের মাদ্রাসা পর্যন্ত ব্র্যান্ডের ব্লক দিয়ে রাস্তা নির্মাণ কাজের আহ্বান করে রাজাপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সে অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন করে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। উন্নতমানের ব্লক কোম্পানী থেকে কিনে লাগানোর জন্য দরপত্রের চুক্তিনামা সম্পাদন করা হয়। চুক্তিনামার শর্ত ভঙ্গ করে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার নিজস্ব ব্লক তৈরীর কারখানায় নিন্মমানের উপাদান দিয়ে তৈরী ব্লক ব্যবহার করছে। যা ওই কারখানা থেকে ৪কিলোমিটার দূরত্বে রাস্তা নির্মান কাজের স্থানে এনে রাখার সাথে সাথেই ভেঙ্গে গুড়ি হয়ে যাচ্ছে। তা দিয়ে রাস্তায় ব্যবহার করে বালু দিয়ে ঢেকে দেয়া হচ্ছে। এমন নিন্মমানের ব্লক দিয়ে রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হলে আগামী বর্ষা মৌসূমের আগেই রাস্তাটি খানাখন্দকের সৃষ্টি হবে। এতে সরকারের মহতি উদ্যোগ ভেস্তে যাচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। তাঁদের দাবি লোকাল ব্লক অপসারণ করে ব্র্যান্ড ব্লক ব্যবহার করে সরকারী দরপত্রে উল্লেখিত নিয়মানুযায়ী টিকসই ও মজবুত রাস্তা নির্মাণের।
এবিষয়ে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার আনোয়ার হোসেন মুজিবর মৃধা এসব অভিযোগ অস্বীকার করে জানান, সিডিউলে (দরপত্র) উল্লেখিত নিয়মানুযায়ী কাজ করানো হচ্ছে।
রাজাপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকৌশলী অভিজিৎ মজুমদার জানান, উপজেলার পূর্ব আঙ্গারিয়া গ্রামের সত্যনগর থেকে ফরিদের মাদ্রাসা পর্যন্ত ব্র্যান্ডের ব্লক দিয়ে রাস্তা নির্মাণ কাজের সম্পর্কে স্থানীয়রা মানববন্ধন করেছিলো। আমরা সরেজমিনে গিয়ে ব্লক পরীক্ষার জন্য পাঠিয়েছি। সংশ্লিষ্ট ঠিকাদারকে ব্র্যান্ড ব্লক কিনে ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছি। তারপরেও যদি সে আগের ব্লক ব্যবহার করেন তা আমরা খতিয়ে দেখছি।

ফেসবুকে লাইক দিন