বরগুনার বামনায় ছাত্র লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকাল ৯ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় পরে উপজেলা পরিষদের সামনে অবস্থিত জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে ছাত্রলীগের নেতৃবৃন্দ এর পর একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেষ হয়। পরে সেখানে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ২নং বামনা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক চৌধূরী কামরুজ্জামান ছগির এবং বামনা উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সেতু, আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন জমাদার, উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এড জাহাঙ্গীর হোসেন মোল্লা, ৩ নং রামনা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড একে আজাদ, ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদ শাহরিয়া গোলদার ও সাধারণ সম্পাদক আল আমিন হোসেন জনি, প্রবাসী জাকারিয়া হোসেন মহারাজ, অন্যান্য নেতৃবৃন্দ সহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সকল নেতাকর্মী বৃন্দ।