আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • সোমবার, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৫ ইং, ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

বামনায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ ”সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনায় পালন করা হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। এ উপলক্ষে মঙ্গলবার (০২ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরগুনার বামনা উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে একটি বর্নাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বামনা উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে ভক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, উপজেলা আওয়ামিলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোশাররফ হোসেন জমাদ্দার, উপজেলা আওয়ামিলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক বামনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ চৌধুরী কামরুজ্জামান সগির, ভাইস চেয়ারম্যান মোসাঃ রুমি খানম, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন হাওলাদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাচিব।

ফেসবুকে লাইক দিন