আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী

নলছিটিতে বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

মশিউর রহমান রাসেল, ঝালকাঠি প্রতিনিধিঃ নতুন বছরের(২০২৪) শুরুতেই বই হাতে পেলো ঝালকাঠির নলছিটি সরকারি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়, শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার(০১জানুয়ারী) সকালে (সাড়ে ১০ টায়) নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও অতিথিবৃন্দ।
বই উৎসব উপলক্ষ্যে অয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.নজরুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মুরাদ আলী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারইভাইজার মো. বদরুল আমিন, নলছিটি প্রেসক্লাব সভাপতি ও ওই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. এনায়েত করিম।
এছাড়াও পৌরসভা এলাকার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় সহ অন্যান্য বিদ্যালয়গুলোতেও নতুন বই দেয়া হয়। এসময়ে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবককগণ উপস্থিত ছিলেন। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস প্রকাশ করে।

ফেসবুকে লাইক দিন