নৌকার পক্ষে ভোট চেয়ে বোরহানউদ্দিন পৌরসভার অলি-গলি ঘুরছেন যুবলীগ সভাপতি তাজউদ্দীন খান
বোরহানউদ্দিন (প্রতিনিধি): আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, ভোলা-২ বোরহানউদ্দিন ও দৌলতখান আসনে, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ২ বারের সংসদ সদস্য,আলী আজম মুকুলের পক্ষে নৌকার জন্য ভোট চেয়ে, বোরহানউদ্দিন পৌরসভার অলি-গলি ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বোরহানউদ্দিন উপজেলা সাখার সভাপতি ও পৌর ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর তাজউদ্দীন খান।
তিনি পৌর বাসির সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদেরকে উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিতে আহবান জানান।
প্রতীক বরাদ্দের পর প্রায়দিন সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকায় ভোট প্রার্থনা করতে দেখা গেছে তাকে ।বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়নমূলক সফলতা ভোটারদের কাছে তুলে ধরে বোরহানউদ্দিন ও দৌলতখানের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাচ্ছেন । একইসাথে নৌকায় ভোট চেয়ে সাধারণ ভোটারদের ওয়াদা করাচ্ছেন যুবলীগ সভাপতি তাজউদ্দীন খান।
এর অংশ হিসেবে সোমবার ও পৌরসভার ৭ ওয়ার্ডে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন যুবলীগের এই নেতা। এসময় তাঁর সাথে ছিলেন- বোরহানউদ্দিন পৌর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বশির মাস্টার, মোঃ হুমায়ুন কবির, বশার মেম্বার, মোঃ খায়ের, আলমগীর ও ইসমাইল ও সোহরাব মাস্টার সহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে যুবলীগ সভাপতি তাজউদ্দীন খান বলেন, বর্তমান সরকারের বিভিন্ন সফলতার জন্য ও উন্নত, সমৃদ্ধশালী বাংলাদেশ বির্নিমানেরে জন্য সাধারণ মানুষ কথা দিচ্ছে নৌকায় ভোট দেবে।তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ।