বোরহানউদ্দিনে মহব্বত জান চৌধুরীর আয়োজনে নৌকার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ২ বারের সংসদ সদস্য আলী আজম মুকুলের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পহেলা জানুয়ারী রোজ (সোমবার) বিকেলে বোরহানউদ্দিন উপজেলা কুতুবা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে, আব্দুল জব্বার মিয়া বাড়ির দরজায়,সাবেক উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরীর সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ভোলা-২ আসনের ২ বারের সংসদ সদস্য ও বর্তমান নৌকায় মাঝি আলহাজ্ব আলী আজম মুকুল৷
প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মুকুল বলেন, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন, ২০১৪ সালের নির্বাচনের পরে তারা জালাও পোড়াও করে এদেশের মানুষকে হত্যা করেছে, তাই কানাডার আদালত তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে, তাই মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্য, ৭ জানুয়ারী নৌকায় ভোট দিন।
তিনি আরো বলেন, এক সময় আপনাদের এলাকার রাস্তা কাঁচা ছিল, এক হাটু কাঁদা হইতো,আমি নির্বাচিত হয়ে আপনাদের রাস্তা পাকা করেছি, এলাকার চুরি-ডাকাতির রোদ করেছি, দল মত নির্বিশেষে সকলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলে আমি আপনাদের সেবা করতে পেরেছি, আবারো মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তৃতীয় বারের মতো আপনাদের সেবা কারার জন্য মনোনীত করেছেন, তাই আগামী ৭ জানুয়ারী আপনারা সবাই কেন্দ্র যেয়ে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
পরে তিনি মহব্বত জান চৌধুরীকে লক্ষ করে বলেন,আমার মামা আপনাদের প্রিয় লোক (মহব্বত জান চৌধুরী)অত্যন্ত জনপ্রিয় লোক, আজকের এই প্রোগ্রামের উপস্থিতিই তার প্রকাশ পায়। মহব্বত জান চৌধুরী এই বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান তার বাবা রেজা এ কিবরিয়া চৌধুরী সংবিধান প্রনেতা।
বোরহানউদ্দিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী ল সভাপতিত্বে, কুতুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়েদ মিয়া, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাফরুল্লাহ চৌধুরী, সাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা,পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাগর হাওলাদার, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া সহ উপজেলা ও ইউনিয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ সহ স্থানীয় হাজার হাজার পুরুষ মহিলা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মহব্বত জান চৌধুরী বলেন, উন্নয়ন ও শান্তির মার্কা নৌকা ক্ষমতায় আছে বলেই, আজ আপনারা শান্তিতে আছেন। শেখ হাসিনার হাতে যতদিন এদেশ থাকবে ততদিন আপনারা নিরাপদ থাকবেন ।
তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিন।