আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত বোরহানউদ্দিনের শিক্ষার্থীরা

বোরহানউদ্দিন (ভোলা)প্রতিনিধিঃ নববর্ষের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উল্লাসে মেতেছে কোটি কোটি শিক্ষার্থী। তাঁর মধ্যে রয়েছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার শিক্ষার্থীরা, আজ বুধবার সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসব উদ্‌যাপিত হচ্ছে। খালি হাতে বিদ্যালয়ে গিয়ে হাসিমুখে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা।
নতুন বই বুকে জড়িয়ে এর গন্ধ শুঁকে নির্মল হাসিমুখে তারা ছুটে গেছে বাড়িতে। তাদের এ অনাবিল আনন্দের সঙ্গে ভাগ বসিয়েছেন শিক্ষক-অভিভাবকরাও। ফলে দেশজুড়ে উৎসবে মেতে উঠেছে শিক্ষার্থী-অভিভাবকসহ সকলে। এ বছর প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ৩৫ কোটিরও বেশি বই বিতরণ করা হবে। গত বছরের তুলনায় এবার ২০ লাখেরও বেশি বই দেয়া হচ্ছে।
বোরহানউদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবুল বাশার জানান, এ বছর ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ১৫৬ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই দেওয়া হয়।
মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায় বোরহানউদ্দিনে ৩৬ মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণি পর্যন্ত বই দেওয়া হয়, বাকিদের পর্যায়-ক্রমে দেওয়া হবে।
এছাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হয়, বাদ পরেনি বোরহানউদ্দিন উপজেলার কিন্ডারগার্টেন গুলো, কিন্ডারগার্টেন ও নুরানি মাদ্রাসার শিক্ষার্থীরা বই পেয়ে আনন্দে মেতে উঠেছে।
বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়ন ২ নং ওয়ার্ডের খাগকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান জানান,আমারা ১২০ জন শিক্ষার্থীর মাঝে বই দিয়েছি, বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত, গফুরগন্জ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জাকির হোসেন বাচ্চু বলেন,আমরা ৮ম শ্রেণি পর্যন্ত বই দিতে পেরেছি, বাকিদের পর্যায়-ক্রমে দিতে পারবো, তবে নতুন বই পেয়ে শিক্ষার্থী ও অবিভাবকের মধ্যে আনন্দের অনুভূতি প্রকাশ করছে।
বোরহানউদ্দিন পোর ৬ নং ওয়ার্ড, পন্ডিত বাড়ি নুরানি মাদ্রাসার প্রধান শিক্ষক আশিকুর রহমান পন্ডিত জানান, আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের নতুন বই দিতে পেরেছি, তারা এখন নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত।
এনসিটিবি সূত্রে জানা গেছে, নতুন বছরে দেশের ৪ কোটি ২৭ লাখ ৫২ হাজার ১৯৮ শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হবে ৩৫ কোটি ৩৯ লাখ ১৪ হাজার ১৯৭টি বই। এর মধ্যে প্রাক-প্রাথমিকের প্রায় ৩৩ লাখ শিক্ষার্থীকে দেয়া হবে ৬৬ লাখ ৭৫ হাজার ২৭৬টি বই। প্রাথমিকের ২ কোটি ৪ লাখ ৪১ হাজার ৫৯৫ শিক্ষার্থীকে দেয়া হবে ৯ কোটি ৮৫ লাখ ৫ হাজার ৪৮০টি বই। এছাড়া ২ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ৩৫টি নতুন বই মাদ্রাসার ইবতেদায়ীর প্রায় ৩৩ লাখ শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে।

ফেসবুকে লাইক দিন