আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৫ ইং, ১৬ই জিলহজ্জ, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

জাতীয় ও আন্তর্জাতিক যুদ্ধের মধ্যে শেখ হাসিনা নির্বাচন করতে যাচ্ছে , আমু

মশিউর রহমান রাসেল ঝালকাঠি প্রতিনিধিঃ জাতীয় ও আন্তর্জাতিক একটি যুদ্ধের মধ্যে শেখ হাসিনা নির্বাচন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-২ আসনে নৌকার হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের উপজেলা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি। তিনি বলেন, বিগত যত নির্বাচন হয়েছে, সেসব নির্বাচনের চেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটু আলাদা। তার কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ও আন্তর্জাতিক একটি যুদ্ধের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছেন। এই নির্বাচনে কত ভাগ ভোটার ভোট দিয়েছে সেটাই আন্তর্জাতিকভাবে বিবেচিত হবে। তাই ৬০ থেকে ৭০ ভাগ ভোটার উপস্থিতি করতে হবে। এ জন্য সকলকে কাজ করতে হবে।
তাহলেই এই নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য হবে বলেও জানান তিনি। রবিবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগ এ পথ সভার আয়োজন করে। ইউনিয়ন আওয়ামী লীগের
সভাপতি ও ইউপি চেয়ারম্যান ছোহরাব হোসেন বাবুল মৃধার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী। পরে আমির হোসেন আমু নলছিটি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। তিনি নলছিটির দপদপিয়া জিরোপয়েন্ট, কাঠেরঘর, শিমুলতলা ও শহরের বাস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি পথচারী, ব্যবসায়ী ও যানবাহনের চালকদের হাতে নৌকা প্রতীকের লিফলেট তুলে দেন। আমির হোসেন আমু’র সঙ্গে জেলা ও উপজেলা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী প্রচারণায় অংশ নেন।

ফেসবুকে লাইক দিন