বোরহানউদ্দিনের কাচিয়ায় নৌকার প্রার্থী আলী আজম মুকুলের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত ।
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মাকার প্রার্থী সাবেক ২ বারের সংসদ সদস্য আলী আজম মুকুলের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৩১ শে ডিসেম্বর রোজ (রবিবার) বিকেলে কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মোঃ জসিম দালালের বাড়িতে, কাচিয়া ইউনিয়ন আওয়ামী যুবমহিলা লীগ নেত্রী মোসাঃ সুলতানা বেগমের উদ্যেগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ভোলা-২ আসনের ২ বারের সংসদ সদস্য ও বর্তমান নৌকায় মাঝি আলহাজ্ব আলী আজম মুকুল৷
প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মুকুল বলেন, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন, ২০১৪ সালের নির্বাচনের পরে তারা জালাও পোড়াও করে এদেশের মানুষকে হত্যা করেছে, তাই কানাডার আদালত তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে, তাই মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্য, ৭ জানুয়ারী নৌকায় ভোট দিন।
তিনি আরো বলেন, এক সময় আপনাদের এলাকার রাস্তা কাঁচা ছিল, এক হাটু কাঁদা হইতো,আমি নির্বাচিত হয়ে আপনাদের রাস্তা পাকা করেছি, এলাকার চুরি-ডাকাতির রোদ করেছি, দল মত নির্বিশেষে সকলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলে আমি আপনাদের সেবা করতে পেরেছি, আবারো মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তৃতীয় বারের মতো আপনাদের সেবা কারার জন্য মনোনীত করেছেন, তাই আগামী ৭ জানুয়ারী আপনারা সবাই কেন্দ্র যেয়ে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
কাচিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জসিম দালালের সভাপতিত্বে, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাফরুল্লাহ চৌধুরী, কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব কাজি, প্রার্থীর এক মাত্র ছেলে রায়হান আবিদ ওমি, যুবলীগ নেতা নোমান মেম্বার ও মুশফিকুর রহমান শাওন সহ কাচিয়া ইউনিয়নের প্রায় ৩ হাজার মহিলা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত জনতার কাছে নৌকার পক্ষে ভোট চান কাচিয়া ইউনিয়ন যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম।