ভোলার চরফ্যাশনে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই
ছাইফুল ইসলাম জিহাদ: ভোলার চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান বাজারে রাতের আঁধারে অগ্নিকাণ্ডে ৪ টি দোকান পুড়ে ছাই। শনিবার রাত ১০ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাসন ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আসাদুজ্জামান লিখন। দক্ষিণ আইচা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা চরফ্যাসন ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে পুলিশ সদস্যদের নিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৪ টি দোকান পুড়ে যায়।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে শাহিন মিকারের মোটরসাইকেল গ্যারেজ, হেলাল উদ্দিনের বিসমিল্লাহ কসমেটিক, মাকছুদের থাই গ্লাস ও ফার্নিসারের দোকানসহ ৪টি দোকান পুড়ে গেছে।
চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আসাদুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা করার পরে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ততক্ষণে ৪টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।