আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বৃহস্পতিবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৯ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

নলছিটিতে জাল টাকাসহ কারারক্ষী গ্রেফতার

মশিউর রহমান রাসেল, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে জাল টাকাসহ আবু জাফর সিকদার (৪৫) নামে এক কারারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় মগর ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কারারক্ষী আবু জাফর বরিশাল কোতোয়ালি থানার চণ্ডীপুর এলাকার মহব্বত আলী সিকদারের ছেলে ও ঝালকাঠি জেলা কারাগারে কর্মরত। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,বৃহস্পতিবার সন্ধ্যায় আবু জাফর জাল টাকা নিয়ে আমিরাবাদ বাজারে বাজার করে এক দোকানদারকে ৫০০ টাকার একটি জাল নোট দেয়। পরে আকন ট্রের্ডাস নামে এক দোকানদারকে সাবান কিনে আরেকটি ৫০০ টাকার নোট দেয়। পরে তাদের সন্দেহ হলে তাকে আটক করে নলছিটি থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তার কাছ থেকে ৫০০০ টাকা জাল নোট উদ্ধার করা হয়।
নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, আবু জাফর নিজেই স্বীকার করেছে সে ঝালকাঠির জেলা কারাগারের কারারক্ষী। এঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

ফেসবুকে লাইক দিন