আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৫ ইং, ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ ফেনীতে

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:-ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে স্টারলাইন বাস কাউন্টার সংলগ্ন ইতালি ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আশিস কুমার (৪০) তার ছেলে রিক (৭) ও স্ত্রী টুম্পা (৩০)।
ফেনী ফায়ার সার্ভিস জানিয়েছে, ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টারের ইটালি ভবনের একটি ফ্লাটে পরিবার নিয়ে ভাড়া থাকেন আশিস কুমার (৪০) নামে এক ব্যক্তি। তিনি এরিস্টো ফার্মার বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। বাসায় থাকা ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে আশিস কুমারসহ তার স্ত্রী ও শিশুপুত্র দগ্ধ হয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দগ্ধদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছেন চিকিৎসকরা।

ফেসবুকে লাইক দিন