শিরোনাম, চরফ্যাশনে নৌকার প্রার্থী এমপি জ্যাকব এর উঠান বৈঠক।
মোঃ হাবিব, দুলারহাট প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জিন্নাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিত্বে এ বৈঠকের আয়োজন করা হয়। সভায় আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, চরফ্যাশনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট চরফ্যাশন গড়ার লক্ষে আবারো নৌকা মার্কায় ভোট দিবে জনগণ। আমি চরফ্যাশন উপজেলাতে অভূতপূর্ব উন্নয়ন করেছি। উন্নয়ন চাইলে নৌকার বিজয় ঘটাতে হবে। দলমত নির্বিশেষে এলাকার স্বার্থে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে আগামী ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে আবারো বিজয় করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ মিয়া, জিন্নগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়ারুল্লা মাস্টার, জিন্নাগড় ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ হোসেন মিয়া ও আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।