রাজাপুরে স্মার্ট বাংলাদেশ বিনিময়ে করণীয় শীর্ষক মতবিনিময় সভা
মশিউর রহমান রাসেল, ঝালকাঠি প্রতিনিধিঃ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণিয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে রাজাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে বুধবার সকাল ১১টায় এ কর্মসূচী পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান মনির। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে সেশন পরিচালনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার আহসান কবীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার, উপজেলা প্রোগ্রামার জাহাঙ্গির হোসেন, রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শাহ আলম নান্নু, প্রেসক্লাব সভাপতি এনামুল হোসেন খান, সাংবাদিক মাইনুল হক লিপু, সাইদুল ইসলাম। এসময় বিভিন্ন দপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।